বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
Thursday , 24 July 2025
২৮ মুহররম ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১৫ জুলাই ২০২৫

গত পাঁচ দিন ধরেই ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে বিটকয়েনের দাম।

গত পাঁচ দিন ধরেই ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে বিটকয়েনের দাম।

গত পাঁচ দিন ধরেই ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে বিটকয়েনের দাম। এর ফলে গত সপ্তাহজুড়ে একাধিকবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এই ক্রিপ্টোকারেন্সি। সোমবার সকাল ০৯:২৫টায় বিটকয়েনের দাম ছিল ১,২২,২০০ ডলারের কাছাকাছি, যা আগের দিনের তুলনায় ৪.২ শতাংশ বেশি। 

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আবারও নতুন রেকর্ড গড়েছে। সোমবার এটি ১,২৩,০০০ ডলারে পৌঁছে সর্বোচ্চ দামের নতুন মাইলফলক ছুঁয়েছে।  

ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষণ সংস্থা Coinmarketcap-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারের সম্মিলিত মূল্য প্রায় ৩.৫ শতাংশ বেড়ে ৩.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২৭ শতাংশ, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।

এদিকে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামও দাম বৃদ্ধির ধারায় রয়েছে। বর্তমানে এর মূল্য ৩,০৪৫ ডলার, যা গত দিনের তুলনায় ২.৭ শতাংশ বেশি। বিশ্লেষকরা মনে করছেন, ক্রিপ্টো মার্কেটে সাম্প্রতিক এই ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ বিকল্প খোঁজার প্রবণতার কারণে ঘটছে। তবে তারা একই সঙ্গে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন, কারণ ক্রিপ্টোকারেন্সি বাজার অত্যন্ত অনিশ্চিত ও পরিবর্তনশীল।

সর্বশেষ

জনপ্রিয়