শুক্রবার , ০৫ সেপ্টেম্বর ২০২৫
Friday , 05 September 2025
১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ৪ সেপ্টেম্বর ২০২৫

গঙ্গা চুক্তি নবায়ন: দিল্লিতে বসছে ঢাকা-দিল্লি বৈঠক

গঙ্গা চুক্তি নবায়ন: দিল্লিতে বসছে ঢাকা-দিল্লি বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। দুই প্রতিবেশী দেশই চুক্তি নবায়নে সম্মত হলেও নানা জটিলতায় এখনো প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে এগোয়নি। এর মধ্যেই চুক্তি বাস্তবায়ন ও নবায়ন প্রক্রিয়া নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসছে যৌথ নদী কমিশনের (জেআরসি) কারিগরি বৈঠক।

যৌথ নদী কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঢাকার পক্ষ থেকে কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল অংশ নেবে বৈঠকে। আলোচনার মূল এজেন্ডা থাকবে গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন ও নবায়নের প্রস্তুতি।

তবে কূটনৈতিক সূত্র বলছে, গত মার্চে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ বেশ কিছু ইস্যুতে একমত হতে না পারায় কোনো দলিল সই হয়নি। ভারতীয় সংসদে সম্প্রতি জানানো হয়েছে, নবায়ন ইস্যুতে এখনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়নি। ফলে আসন্ন বৈঠকে ভারতের অবস্থান কী হবে, তা স্পষ্ট নয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টনে চুক্তি হয়নি। বিশেষ করে তিস্তার পানি ইস্যু দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে।

চুক্তি অনুযায়ী পানি ভাগাভাগি হলেও বাংলাদেশ শঙ্কা প্রকাশ করেছে গঙ্গার প্রবাহ কমে যাওয়ায়। এ বিষয়ে ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। তাই আসন্ন বৈঠকে কেবল নিয়মিত আলোচনাই নয়, চুক্তি নবায়নের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও দিকনির্দেশনা পাওয়া যেতে পারে বলে কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়