ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল আরব আমিরাত

এমনিতেই বিভিন্ন দেশের ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে ইদানিং বেশ জটিলতা পোহাতে হচ্ছে বাংলাদেশিদের। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি। এতে কর্মসংস্থান ও ভ্রমণ-সংক্রান্ত বিষয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে শুধু পর্যটন বা কর্ম ভিসা নয়, ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ফলে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা আমিরাতে প্রবেশের সুযোগ হারাবেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।
বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডার নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯–এর মতো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইউএই সরকার বিস্তারিত কোনো কারণ প্রকাশ করেনি।
২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।