ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দীর্ঘদিনের দ্বিধা ও কূটনৈতিক টানাপোড়েনের পর এমন একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে, গত জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছিলেন, তার সরকার আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেই ঘোষণা অনুযায়ী, আজই সেই ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে।
যুক্তরাজ্য সরকারের একাধিক সূত্র জানায়, গাজায় চলমান মানবিক সংকট, যুদ্ধবিরতির সম্ভাবনার অনিশ্চয়তা এবং ইসরায়েলি প্রশাসনের অটল অবস্থানের কারণে তারা নিজেদের নীতি পর্যালোচনা করেছে। সরকার বলছে, যদি ইসরায়েল যুদ্ধবিরতির বাস্তবধর্মী কোনো শর্ত না মানে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য টেকসই শান্তিচুক্তিতে না আসে, তাহলে যুক্তরাজ্য আর অপেক্ষা করবে না। তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
এই অবস্থান ঘোষণার পর ইসরায়েলের কড়া প্রতিক্রিয়া এসেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যের সম্ভাব্য এই স্বীকৃতি উদ্যোগকে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা’ বলে মন্তব্য করেছেন।