আজ স্ত্রীর প্রশংসা করার দিন

মানুষের জীবনে সবচেয়ে ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সম্পর্কগুলোর একটি হলো স্বামী-স্ত্রীর বন্ধন। প্রতিদিনের ব্যস্ততায় আমরা অনেক সময় ভালোবাসা বা কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। তবে আজ সারাদিন প্রাণ খুলে শুধু স্ত্রীর প্রশংসা করুন। কেননা আজ ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’।
২০০৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রে দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্যই উদযাপন করা হয়।
অনেক পুরুষ আছেন, যারা নানা কাজেই স্ত্রীর প্রশংসা করেন। এতে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ে। ভালো থাকে দুজনের মধ্যকার সম্পর্ক।
আবার অনেকেই আছেন যারা মনে মনে কৃতজ্ঞ থাকলেও মুখে ফুটে বলতে পারেন না। তারা কিন্তু বিশেষ এই দিবসটি বেছে নিতে পারেন। প্রশংসাসূচক বাক্য বলার মাধ্যমে সহজেই বোঝাতে পারবেন স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও কৃতজ্ঞতা।
দিবসটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো- স্ত্রীকে কোনো উপহার দেওয়া। সেটি হতে পারে সুন্দর একটি ফুলের তোড়া কিংবা অন্য কিছু। চাইলে এদিন কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতেও পারেন দুজন। কিংবা স্ত্রীর পছন্দের কোনো বই, পোশাক বা গয়না উপহার দিতে পারেন।