‘জুলাই শহীদ দিবস’ আজ: রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে শোক দিবস

আজ ১৬ জুলাই। দেশের ইতিহাসে একটি বেদনাবিধুর দিন—‘জুলাই শহীদ দিবস’। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের স্মরণে দিনটি রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালিত হচ্ছে।
২০২৪ সালের এই দিনে, রংপুরে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার আত্মত্যাগ এবং আন্দোলনের গুরুত্ব বিবেচনায় সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করে। এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয় গত ২ জুলাই। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতি বছর ১৬ জুলাই ‘খ’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’।
দিবসটি উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনেও পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
আবু সাঈদসহ কোটা আন্দোলনের শহীদদের স্মরণে আজ দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।
‘জুলাই শহীদ দিবস’ শুধুমাত্র আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো নয়, বরং এটি একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তরুণদের অধিকার আদায়ের সংগ্রাম এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসিকতাকে সম্মান জানানোর দিন এটি।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ আলোচনা সভা, মোমবাতি প্রজ্বালন এবং স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে।