বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
Thursday , 24 July 2025
২৮ মুহররম ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৫, ১৬ জুলাই ২০২৫

দেশেজুড়ে শুরু সাঁড়াশি অভিযান, ধরা পড়লেই ডিটেনশন অর্ডার

দেশেজুড়ে শুরু সাঁড়াশি অভিযান, ধরা পড়লেই ডিটেনশন অর্ডার
ছবি: সংগৃহীত

সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতার লাগাম টানতে শুরু হয়েছে পুলিশের ‘সাঁড়াশি অভিযান’। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানের আওতায় চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের হাতেনাতে ধরলেই দেওয়া হবে ডিটেনশন অর্ডার। এ ছাড়া সাত দিনের মধ্যে তদন্ত এবং এক মাসের মধ্যে মামলার রায় দেওয়ার লক্ষ্যে দ্রুত বিচার প্রক্রিয়া চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে হাটে, ঘাটে, বাস-ট্রাক স্ট্যান্ড, রেল-নৌ-বন্দর, ফুটপাতসহ সব জায়গায় অভিযান চলবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে দ্রুত তদন্ত শেষ করতে হবে। আটক ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ থেকে ১২০ দিন পর্যন্ত আটক রাখার সুযোগ রয়েছে, যেটিকে ‘ডিটেনশন’ বলা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, চাঁদাবাজদের কাউকে ছাড় দেওয়া হবে না। ওসি থেকে ডিসি, এসি পর্যন্ত সবাইকে তৎপর থাকতে বলা হয়েছে। গোয়েন্দা পুলিশকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তালিকা তৈরি ও গ্রেপ্তারে।

এর আগে ১৬ অক্টোবর পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের বিশেষ শাখাকে (এসবি) চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করতে বলা হয়। ইতোমধ্যে ৪৩টি ইউনিট ২০৩১ জন চাঁদাবাজের তালিকা জমা দিয়েছে। এসব তথ্য ৬ নভেম্বর ৪৫৭ পৃষ্ঠার গোপনীয় প্রতিবেদনে সংকলিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী কক্সবাজারে এক সভায় বলেন, "যত বড় চাঁদাবাজই হোক, ছাড় নেই।" আইজিপি বাহারুল আলমও শনিবার জানান, ঢাকাসহ দেশজুড়ে তালিকা অনুযায়ী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (পিআর অ্যান্ড মিডিয়া) ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে অভিযান চালিয়ে ১,৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১,১০৭ জন ওয়ারেন্ট ও মামলার আসামি এবং বাকি ৪৬৫ জন বিভিন্ন অপরাধে গ্রেপ্তার।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না। যেখানে ধরা যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।”
 

সর্বশেষ

জনপ্রিয়