বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
Thursday , 24 July 2025
২৮ মুহররম ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৩০, ১৮ জুলাই ২০২৫

আজ ফ্রি ইন্টারনেট ডে: সব গ্রাহকের জন্য ১ জিবি ডাটা

আজ ফ্রি ইন্টারনেট ডে: সব গ্রাহকের জন্য ১ জিবি ডাটা

আজ শুক্রবার (১৮ জুলাই) সারাদেশের মোবাইলফোন ব্যবহারকারীরা পাচ্ছেন এক জিবি করে বিনামূল্যে ইন্টারনেট, যার মেয়াদ থাকছে পাঁচ দিন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে দেশের সব মোবাইল অপারেটর আজ এই ফ্রি ডেটা দিচ্ছে।

বিটিআরসির ১৬ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থান দিবস স্মরণে, জনস্বার্থে ও জনআকাঙ্ক্ষা পূরণে ১৮ জুলাইকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে ৯ জুলাই মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেওয়া হয়, যাতে তারা আজ (১৮ জুলাই) দেশের সব গ্রাহককে পাঁচদিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট বিনামূল্যে প্রদান করে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, “ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ৩ জুলাইয়ের নির্দেশনা ও ৮ জুলাই কমিশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।”

ফ্রি ডেটা পেতে গ্রাহকদের নির্ধারিত কোড ডায়াল করতে হবে:

গ্রামীণফোন: *121*1807#

রবি: *4*1807#

বাংলালিংক: *121*1807#

টেলিটক: *111*1807#

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, "এটি শুধু স্মরণ নয়, জনগণের ডিজিটাল প্রবেশাধিকার নিশ্চিত করার প্রতীকী পদক্ষেপ।"

এ বিষয়ে আরও জানার জন্য সংশ্লিষ্ট অপারেটরের অ্যাপ বা হেল্পলাইনেও যোগাযোগ করতে বলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়