যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থান: সামরিক বিমানে ফেরত আসছে আরও বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে আটক হওয়া বাংলাদেশের আরও একদল নাগরিককে দেশে ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন।
এই দলটি একটি মার্কিন সামরিক বিমানে করে শনিবার (২ আগস্ট) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে ঢাকায় একটি কূটনৈতিক সূত্র।
বাংলাদেশের একজন কূটনীতিক জানান, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার হয়েছে। এর আওতায় বাংলাদেশিদেরও প্রতি মাসে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
তবে এবার কতজন ফিরছেন, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে- প্রথমে বলা হয়েছিল ৫০ জন নাগরিক ফেরত পাঠানো হতে পারে, কিন্তু বাস্তবে সংখ্যাটি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
কূটনীতিক উদাহরণ দিয়ে বলেন, আগে একবার ৮৩ জন পাঠানোর কথা বলা হয়েছিল, কিন্তু এসেছিলেন মাত্র ২০-২২ জন।
মিশনের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে আটক ব্যক্তিদের পাসপোর্ট বৈধ থাকলে সরাসরি ফেরত পাঠানো হচ্ছে। আর যাদের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আছে, তাদের বাংলাদেশ মিশন থেকে একমুখী ট্রাভেল পারমিট (টিপি) দিয়ে পাঠানো হয়।
যাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা কোনো বৈধ প্রমাণপত্র নেই, তাদের নাগরিকত্ব যাচাই করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। পরিচয় নিশ্চিত হলে, তারপর দেওয়া হয় টিপি।