শনিবার , ০২ আগস্ট ২০২৫
Saturday , 02 August 2025
০৭ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৭, ১ আগস্ট ২০২৫

৩ আগস্ট শাহবাগে ছাত্রদলের সমাবেশ, সুশৃঙ্খলার জন্য ৬ নির্দেশনা

৩ আগস্ট শাহবাগে ছাত্রদলের সমাবেশ, সুশৃঙ্খলার জন্য ৬ নির্দেশনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে এক বিশাল ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে।

সমাবেশকে সুশৃঙ্খল ও বার্তাবহ করতে নেতাকর্মীদের জন্য ৬টি বিশেষ নির্দেশনা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনাগুলো প্রকাশ করেন।

ছাত্রদলের ৬ দফা নির্দেশনাগুলো হলো- (১) কোনো ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করা যাবে না। (২) কেন্দ্র নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। (৩) কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত জরুরি যান চলাচলে সহযোগিতা করতে হবে। (৪) সমাবেশের দিন কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। (৫) ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না। (৬)পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করে নির্ধারিত স্থান ত্যাগ করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছাত্রদল জানিয়েছে, এবারের কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদের ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক বার্তা তুলে ধরা হবে।

শৃঙ্খলার ওপর এত জোর দেওয়া প্রসঙ্গে একাধিক বিশ্লেষক বলছেন, ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের কড়াকড়ি নির্দেশনা বিএনপির সামগ্রিক আন্দোলন কৌশলেরই অংশ। রাস্তায় বিশৃঙ্খলার অভিযোগ এড়ানো ও সাংগঠনিক নিয়ন্ত্রণ দেখানোর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চায়।

সর্বশেষ

জনপ্রিয়