মঙ্গলবার , ০৫ আগস্ট ২০২৫
Tuesday , 05 August 2025
১০ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৯, ৩০ জুলাই ২০২৫

একাদশে ভর্তি: কুমিল্লা বোর্ডে খালি থাকবে দেড় লাখ আসন

একাদশে ভর্তি: কুমিল্লা বোর্ডে খালি থাকবে দেড় লাখ আসন
ছবি: সংগৃহীত

এক সময় ছিল যখন কলেজে ভর্তির মৌসুম মানেই ছিল উত্তেজনা, প্রতিযোগিতা আর সম্ভাবনার নতুন দিগন্তে পা রাখার প্রতীক্ষা। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন কলেজগুলোতে শুরু হয়েছে এক নিঃশব্দ উদ্বেগ—ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভাব। আজ বুধবার (৩০ জুলাই) থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি ফরম পূরণ শুরু হলেও, এবারই প্রথম দেড় লাখেরও বেশি আসন খালি থাকার আশঙ্কায় কাঁপছে ছয় জেলার ৪৬৮টি কলেজ।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গণিতে ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ফলে কুমিল্লা বোর্ডে দেখা দিয়েছে ফল বিপর্যয়। এর প্রভাব পড়েছে কলেজভর্তিতেও। শিক্ষা বোর্ড সূত্র জানায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার কলেজগুলোতে মোট ২ লাখ ৫৯ হাজার ২৬০টি আসন থাকলেও, উত্তীর্ণ শিক্ষার্থী মাত্র ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। ফলে একাদশ শ্রেণিতে ১ লাখ ৫২ হাজার ৬৭৯টি আসন খালি থাকছে।

বোর্ড সূত্র আরও জানায়, শিক্ষার্থী না পেলে কিছু কলেজ বন্ধ হওয়ারও শঙ্কা রয়েছে, যদিও এ বিষয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত আসেনি।

বিশ্লেষকরা বলছেন, ফলাফলের এ চিত্র আসলে শিক্ষার প্রকৃত অবস্থা সামনে এনেছে। কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ বলেন, “বোর্ড এবার একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা করেছে। এর ফলে যারা মানসম্মত শিক্ষা দেয়, তারা শিক্ষার্থী পাবে; বাকিদের জন্য সংকট হবে।”

অন্যদিকে চৌদ্দগ্রাম আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মহিব বুল্লাহ মনে করেন, “শহরের তুলনায় গ্রামের কলেজগুলোতে কিছুটা শিক্ষার্থী কম হবে, তবে মানসম্মত শিক্ষায় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।”

শুধু ফল বিপর্যয় নয়—বাল্যবিয়ে, বিদেশে পাড়ি, আর্থিক অসচ্ছলতা ও বোর্ড পরিবর্তনও ভর্তির হার কমার অন্যতম কারণ। ২০২৪ সালের এসএসসি পাস করেও ১৯ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী কলেজে ভর্তি হয়নি বলে জানিয়েছে কুমিল্লা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার।

এদিকে আজ থেকেই শুরু হয়েছে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। আবেদন চলবে ১১ আগস্ট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ফল প্রকাশ, মাইগ্রেশন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি ইতোমধ্যেই নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রথম পর্যায়ের ফল প্রকাশ: ২০ আগস্ট
দ্বিতীয় পর্যায়ের আবেদন: ২৩–২৫ আগস্ট
তৃতীয় পর্যায়ের আবেদন: ৩১ আগস্ট–১ সেপ্টেম্বর
ভর্তি: ৭–১৪ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর

তবে শিক্ষার্থী ও অভিভাবকরা এখনো ভরসা রাখছেন সরকারি মানসম্পন্ন কলেজগুলোর ওপর। প্রথম পছন্দের তালিকায় রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও শিক্ষা বোর্ড মডেল কলেজ।

সর্বশেষ

জনপ্রিয়