রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৭ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ২৮ জুলাই ২০২৫

আপডেট: ২১:০৬, ২৮ জুলাই ২০২৫

আহান-অনীতের ‘সাইয়ারা’ ঝড় তুলেছে বক্স অফিসে

আহান-অনীতের ‘সাইয়ারা’ ঝড় তুলেছে বক্স অফিসে

নবাগত জুটিকে নিয়ে বলিউডের বড় বাজির নাম ছিল সাইয়ারা। আর সে বাজিই যেন কেল্লাফতে! পরিচালক মোহিত সুরির নতুন রোমান্টিক-ড্রামা সাইয়ারা মুক্তির ১০ দিনের মাথায় বক্স অফিসে আয় করেছে ৩৭১ কোটি রুপি। সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস, বাজেট ছিল ৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি ২০ লাখ টাকা)।

সাইয়ারা সিনেমায় জুটি বেঁধেছেন বলিউডে পা রাখা নবাগত অভিনেতা আহান পান্ডে ও অনীত পড্ডা। মুক্তির আগে থেকেই তাঁদের রসায়ন নিয়ে বেশ চর্চা চলছিল। তবে মুক্তির পর তাঁদের অভিনয়, গান ও দৃশ্যায়ন দর্শকদের মন জয় করে নেয়। ভারত ছাড়িয়ে বাংলাদেশ, নেপাল ও মধ্যপ্রাচ্যেও সিনেমাটির চাহিদা বাড়ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

গতকাল (২৫ জুলাই) সন্ধ্যায় মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় ২২ বছর বয়সি অনীত পড্ডাকে। সিঙ্গাপুরে আয়োজিত সাইয়ারা’র সাকসেস পার্টিতে যোগ দিতে ভারত ছাড়েন তিনি। এসময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই নবাগত তারকা।

ভিডিওতে দেখা যায়, নীল শার্ট, কালো ক্যাপ ও মাস্ক পরা অনীত কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিমানবন্দরে প্রবেশ করছেন। এক ফটোগ্রাফার তাকে বলেন, মাস্ক খুলে পোজ দিন। জবাবে অনীত বলেন, আমার লজ্জা লাগছে। এরপর মুখ খুললেও পুরোপুরি পোজ দেননি, কেবল হেসে চলে যান।

এই ভিডিও এখন ভাইরাল। ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবভর্তি অনীতের ক্লিপ। তার সৌন্দর্য ও সহজ-সরল আচরণ নিয়ে চলছে প্রশংসার জোয়ার।

নেট দুনিয়ায় চলছে নানা মন্তব্য। কেউ বলছেন, সে এত ইনোসেন্ট, দেখতে ভালো লাগে। কেউ বলছেন, এই খ্যাতির চাপ তার জন্য নতুন, মিডিয়া হ্যান্ডেল করা এখনো শেখেনি। একজন লিখেছেন, এসবে অভ্যস্ত না বলেই এমন আচরণ স্বাভাবিক। ‘সাইয়ারা’র সাফল্যের সাথে সাথে অনীত এখন নিজেই একটি টপিক।

অনীত পড্ডা যদিও পুরোপুরি নতুন নন, তবে মূলধারার বলিউডে ‘সাইয়ারা’ই তার প্রথম বড় সিনেমা। এর আগে তিনি কাজলের সঙ্গে সালাম ভেঙ্কি এবং অ্যামাজন প্রাইমের সিরিজ বিগ গার্লস ডোন t ক্রাই-তে অভিনয় করেন। তবে সেসবের চেয়ে অনেক বেশি আলোচনায় এনেছে তাকে মোহিত সুরির পরিচালনায় এই সিনেমাটি।

সিনেমাটি মুক্তি পেয়েছে ১৮ জুলাই। মাত্র ১০ দিনের ব্যবধানে ৩৭১ কোটি রুপি আয় সিনেমাটিকে ২০২৫ সালের অন্যতম সফল সিনেমায় পরিণত করেছে। যশরাজ ফিল্মস এক বিবৃতিতে জানিয়েছে, এই সিনেমা আমাদের জন্য বিশেষ, কারণ এটি দুই নতুন প্রতিভাকে তুলে ধরেছে এবং দর্শকদের ভালোবাসায় তা সফল হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়