বাঁধন-সাবার ফেসবুক যুদ্ধ, পাশে অরুণা—তিন অভিনেত্রীর পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন যেমন দ্বিধাবিভক্ত ছিল, তেমনি মতবিভেদ ছড়িয়ে পড়েছে শোবিজ তারকাদের মধ্যেও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং সোহানা সাবার মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে। অভিনেত্রী অরুণা বিশ্বাসও যোগ দিয়েছেন এই তর্কে।
২০২৪ সালের শেষদিকে শুরু হওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ক্রমান্বয়ে রূপ নেয় এক গণআন্দোলনে, যার জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই আন্দোলনের পক্ষে সরব অবস্থান নিয়েছিলেন আজমেরী হক বাঁধন। অন্যদিকে তৎকালীন সরকারের সমর্থনে দাঁড়ান সোহানা সাবা, অরুণা বিশ্বাসসহ একাধিক তারকা, যারা ‘আলো আসবেই’ নামে আলোচিত একটি সাংস্কৃতিক গ্রুপের সদস্য ছিলেন।
সম্প্রতি বাঁধন নিজের ফেসবুকে একের পর এক পোস্টে আন্দোলনে অংশ নেওয়ার স্মৃতি তুলে ধরেন। তারই একটি পোস্টে রিয়া ঘোষ নামের এক নেটিজেন মন্তব্য করেন- সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন... করুণা লাগে আপনাকে দেখে।
এই মন্তব্যটি বাঁধন মুছে ফেললেও স্ক্রিনশট তুলে তা নিজের ফেসবুকে শেয়ার করেন সোহানা সাবা। ক্যাপশনে লেখেন- এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন। মেবি দিদিটিকে ব্লক করেও দিয়েছেন।
এরপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র চর্চা। সাবার এই পোস্টেই মন্তব্য করেন অরুণা বিশ্বাস- ড্রামাবাজি।
সাবা ব্যাখ্যা দেন কেন স্ক্রিনশট শেয়ার করলেন- প্রথমে ভেবেছিলাম কিছু বলব না। কিন্তু পরে মনে হলো এটা পাবলিক পোস্ট, তাই শেয়ার করাই যায়।
এই ঘটনাগুলোর প্রতিক্রিয়ায় গতকাল বাঁধন তার ওয়ালে দীর্ঘ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমার কিছু সহকর্মী যারা একসময় মঞ্চে আমার পাশে দাঁড়িয়েছে, আজ তারাই ইন্টারনেটে আমাকে অপমান করছেন... তারা শুধু আমাকে নয়, আমি যা বিশ্বাস করি, সেগুলোকেও আঘাত করছে।”
যদিও বাঁধন কারও নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, তিনি পরোক্ষভাবে সাবা ও অরুণাকেই ইঙ্গিত করেছেন।
শোবিজ অঙ্গনে এমন মতবিভেদ বিরল নয়। তবে এবারের মতপার্থক্য রাজনৈতিক আবহে আরও স্পষ্ট হয়ে উঠেছে। আন্দোলনের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া তারকারা এখন জনসমক্ষে একে অপরকে আক্রমণ করছেন, যা আগে এতটা প্রকাশ্য ছিল না।