রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৭ সফর ১৪৪৭

প্রবাসন ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ৩০ জুলাই ২০২৫

জনপ্রশাসনের বড় রদবদল: এসি ল্যান্ড থেকে ১০২ কর্মকর্তাকে সরানো হলো

জনপ্রশাসনের বড় রদবদল: এসি ল্যান্ড থেকে ১০২ কর্মকর্তাকে সরানো হলো

জনপ্রশাসন মন্ত্রণালয় সারা দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) এ বিষয়ে উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আটটি প্রজ্ঞাপন জারি হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের ধাপে ধাপে এসি ল্যান্ড পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন তা বাস্তবায়ন শুরু হয়েছে।

এসি ল্যান্ড হিসেবে এই কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে ভূমি সংক্রান্ত কাজ পরিচালনা করে আসছিলেন। অনেকের মতে, এই পদে থাকা কর্মকর্তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের বড় দায়িত্বে প্রস্তুত করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়