রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৭ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫১, ৩১ জুলাই ২০২৫

ভুয়া ভারতীয় নথি, ভিসা-নিয়ম লঙ্ঘন: কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডে

ভুয়া ভারতীয় নথি, ভিসা-নিয়ম লঙ্ঘন: কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডে

কলকাতায় ভুয়া ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন অবৈধভাবে বসবাসের অভিযোগে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে যাদবপুরের বিজয়গড় এলাকা থেকে পার্ক স্ট্রিট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা পাল ২০২৩ সালে বৈধ ভিসায় ভারতে প্রবেশ করলেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আর তা নবায়ন করেননি। এমনকি তার পাসপোর্টের মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবুও তিনি ভারতীয় পরিচয়ে কলকাতার একাধিক স্থানে ভিন্ন ভিন্ন ঠিকানায় বসবাস করছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড জালিয়াতির মাধ্যমে সংগ্রহ করেছেন। এসব নথির উৎস এবং বৈধতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু করেছে লালবাজারের গুণ্ডাদমন শাখা।

পুলিশের দাবি, শান্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় যখন তিনি নিজেই ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ করেন। সেই মামলার তদন্তে গিয়ে পুলিশ তার ঠিকানায় অসঙ্গতি খুঁজে পায় এবং আসল পরিচয় প্রকাশ্যে আসে।

তল্লাশিতে তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশ বিমানের কর্মী পরিচয়পত্র, সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়। জানা যায়, তিনি বাংলাদেশের একাধিক বিউটি পেজেন্টে অংশগ্রহণ করেছেন, মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশের খেতাব অর্জন করেন এবং কেরালায় ‘মিস এশিয়া গ্লোবাল’ প্রতিযোগিতায় অংশ নেন।

তাঁর স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানায় পুলিশ। শান্তা পাল সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত।

২০২০ সালে টলিউড পরিচালক রাজীব কুমারের বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগ তুলে আলোচনায় আসেন তিনি।

বুধবার (৩০ জুলাই) শান্তা পালকে আদালতে তোলা হলে বিচারক ৮ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সর্বশেষ

জনপ্রিয়