আলোচিত ষোড়শী আইনার পারিশ্রমিক কত?

পাকিস্তানি টিভি সিরিয়াল ‘পরওয়ারিশ’। উর্দু ভাষার সিরিয়ালটি পরিচালনা করেছেন মীসাম নকীব। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—সমর জাফরি ও আইনা আসিফ। গত ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিরিজটি।
মুক্তির পর দ্রুত সময়ে সবচেয়ে বেশি দেখা সিরিয়ালের তালিকায় জায়গা করে নেয় এটি। যার ফলে আলোচনায় উঠে এসেছে এটি। বিশেষ করে ‘মায়া শাহীর’ চরিত্র রূপায়ন করে মন কেড়েছে ষোড়শী আইনা আসিফ। স্বাভাবিক কারণে এ অভিনেত্রীকে নিয়ে কৌতুহলের শেষ নেই। সিরিয়ালটি থেকে কত টাকা পারিশ্রমিক নিয়েছে, তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন নেটিজেনদের বড় একটি অংশ।
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, মাত্র ১৬ বছর বয়সে আইনা আসিফ পাকিস্তানি নাটকে নিজের শক্ত অবস্থান তৈরি করেছে। পর্দায় তার সাবলীল উপস্থিতি, পরিণত অভিব্যক্তি দর্শকদের মন জয় করেছে। আইনা আসিফ ‘পরওয়ারিশ’ সিরিয়ালের প্রতি পর্বের জন্য প্রায় ১ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নিয়েছে। সিরিয়ালটির ৩১টি পর্ব প্রচার হয়েছে।
আলোচিত এই সিরিয়ালের পারিশ্রমিক নিয়ে এখনো মুখ খুলেনি আইনা আসিফ। গত বছর এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে আইনা জানিয়েছিল, তার বড় বোন তার অর্থনৈতিক সবকিছু দেখাশোনা করেন। তিনি কেবল তার আয়ের আংশিক অংশ প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পান।
২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করে আইনা আসিফ। করাচির আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছে। মাত্র ৯ বছর বয়সে মডেলিং শুরু করে।
২০২১ সালে ‘পেহেলি সি মহাব্বত’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে আইনার। এতে অভিনেত্রী মায়া আলীর ছোট বয়সি চরিত্র রূপায়ন করে আইনা। ২০২৩ সালে প্রচারিত ‘পিঞ্জরা’, ২০২৩ সালে প্রচারিত ‘মেই রি’ ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়ে এই অভিনেত্রী।