রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৭ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ৩০ জুলাই ২০২৫

ঈদে আসছে শাকিব, কিন্তু গল্পটা কালা জাহাঙ্গীর নয়

ঈদে আসছে শাকিব, কিন্তু গল্পটা কালা জাহাঙ্গীর নয়

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া নতুন একটি সিনেমা ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। গুঞ্জন উঠেছে, এটি ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে নির্মাতারা এসব দাবি পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে সরাসরি অস্বীকার করেছেন।


পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা এক লিখিত বিবৃতিতে বলেন- আমরা যে সিনেমাটি নির্মাণ করছি, তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবন কাহিনির উপর ভিত্তি করে নয়। এটি সম্পূর্ণ মৌলিক একটি গল্প। সোশ্যাল মিডিয়ায় যেসব তথ্য ছড়িয়েছে, সেগুলো সঠিক নয়।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর থেকেই গুঞ্জন ছড়াতে থাকে যে, এটি নব্বই দশকের ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে ঘিরে নির্মাণ হচ্ছে। বিষয়টিকে একেবারে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে প্রযোজকদল।

বিবৃতিতে আরও বলা হয়- সিনেমাটি লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণ করা হচ্ছে। ৯০ দশকের ঢাকাকে ঘিরে এতে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন এবং ফ্যামিলি ড্রামা- সবই থাকবে। এটি পুরোপুরি একটি ফিকশনাল গল্প, বাস্তব কোনো অপরাধী বা চরিত্রের সাথে এর মিল নেই।

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, শাকিব খান সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হলেও, চূড়ান্ত নাম এখনও প্রকাশ করা হয়নি। আগস্ট মাসে সিনেমার নাম ঘোষণা করা হবে। তখন আরও কিছু চমক থাকতেও পারে।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্য যৌথভাবে করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।

নির্মাতা ও প্রযোজকদলের ভাষায়, ঢাকাই সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় আমরা একটি বড় মাপের চলচ্চিত্র তৈরি করছি। এতে বাস্তবতা, রোমাঞ্চ আর পারিবারিক অনুভূতির দারুণ মিশেল থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়