রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৭ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ২৯ জুলাই ২০২৫

আলোচিত ষোড়শী আইনার পারিশ্রমিক কত?

আলোচিত ষোড়শী আইনার পারিশ্রমিক কত?
ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের পাকিস্তানি অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এখন আইনা আসিফ। টিভি পর্দায় তার সাবলীল অভিনয়, সংবেদনশীল সংলাপ বলার দক্ষতা এবং দুর্দান্ত অভিব্যক্তি দিয়ে তিনি ইতোমধ্যেই কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার সাম্প্রতিক অভিনীত উর্দু সিরিয়াল ‘পরওয়ারিশ’ দেশজুড়ে সাড়া ফেলেছে। সিরিয়ালটির গল্প যতটা না শক্তিশালী, তার চেয়েও বেশি আলোচনায় সিরিজের ষোড়শী চরিত্রে অভিনয় করা এই কিশোরী অভিনেত্রী।

সিরিয়ালটি পরিচালনা করেছেন মীসাম নকীব। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সমর জাফরি ও আইনা আসিফ। কিশোরী চরিত্রে আইনার সাবলীলতা এতটাই প্রশংসিত হয়েছে যে, শুধু পাকিস্তান নয়—বাংলাদেশ ও ভারতেও তার জনপ্রিয়তা বাড়ছে হু-হু করে। তবে সম্প্রতি সিরিয়ালপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন—আসলে কত পারিশ্রমিক পান এই নবাগত অভিনেত্রী?

পাকিস্তানি মিডিয়া সূত্রে জানা গেছে, ‘পরওয়ারিশ’-এ প্রতি পর্বের জন্য আইনা আসিফ পারিশ্রমিক নিয়েছেন আনুমানিক ১ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকার সমান। বয়স কম হলেও, তার অভিজ্ঞতা ও প্রতিভার জোরে এই পারিশ্রমিক খুব স্বাভাবিক বলেই মনে করছেন বিনোদন বিশ্লেষকরা।

২০১৭ সাল থেকেই শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন আইনা। তবে মূল পরিচিতি পান ২০২১ সালে ‘পেহচান’ নামক সিরিয়ালে অভিনয়ের পর। তারপর থেকে একের পর এক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে চলেছেন তিনি। মাত্র ষোলো বছর বয়সেই যে পেশাদারিত্ব ও দক্ষতার ছাপ তিনি রেখে চলেছেন, তা তাকে ভবিষ্যতের ‘সুপারস্টার’দের কাতারে নিয়ে গেছে বলেই মত সমালোচকদের।

সর্বশেষ

জনপ্রিয়