৬৯ বছরের চিরঞ্জীবির সঙ্গে ৩৯ বছরের মৌনি—কেমন হলো পর্দার রসায়ন?

বলিউড ও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ মৌনি রায় আবারও আলোচনার কেন্দ্রে। এবার তিনি দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবির বিপরীতে একটি আইটেম গানে পারফর্ম করছেন। ৩৯ বছর বয়সি মৌনি এবার দেখা দেবেন ৬৯ বছর বয়সি মেগাস্টার চিরঞ্জীবির সঙ্গে ‘ভীষ্মভারা’ সিনেমার একটি জমকালো গানে।
সম্প্রতি আইটেম গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই দুই তারকা। গানটির কোরিওগ্রাফি করেছেন খ্যাতনামা কোরিওগ্রাফার গণেষ আচার্য। ইতোমধ্যে শুটিংয়ের কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে এবং তা ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক চর্চা। আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন—এই আইটেম গানটির জন্য কত পারিশ্রমিক নিয়েছেন মৌনি রায়?
ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট ‘গ্রেট অন্ধ্র’ জানাচ্ছে, এই গানে পারফর্ম করার জন্য মৌনি রায় পারিশ্রমিক নিয়েছেন ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ লাখ টাকারও বেশি। বলিউডের বর্তমান বাজারে এ ধরনের গানের জন্য এটি তুলনামূলকভাবে ‘সাশ্রয়ী’ পারিশ্রমিক হিসেবেই বিবেচিত হচ্ছে।
একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, “প্রথমে নির্মাতারা এই গানটির জন্য কারিনা কাপুর খানকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি ৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করায় শেষ পর্যন্ত মৌনি রায়ের দিকেই ঝুঁকেন নির্মাতারা।”
‘ভীষ্মভারা’ পরিচালনা করছেন মাল্লিডি ভাসিস্তা। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে থাকছেন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান, যিনি এর আগেও চিরঞ্জীবির সঙ্গে ‘স্টালিন’ সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ছবিতে আরও দেখা যাবে আশিকা, ইশা চাওলা, কুনাল কাপুর ও সুরভির মতো তারকাদের।
প্রায় ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা দুর্গাপূজায়। এখন দেখার বিষয়, মৌনি-চিরঞ্জীবির কেমিস্ট্রি দর্শকদের কতটা আকর্ষণ করে।