পাকিস্তানে বৃষ্টি-বন্যায় মৃত্যু ২৯৯, আহত শতাধিক

পাকিস্তানে টানা বর্ষণ ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। রোববার (৩ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এই তথ্য জানিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ১৪০ জন শিশু, ১০২ জন পুরুষ এবং ৫৭ জন নারী।
গত ২৬ জুন থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের জেরে সৃষ্ট দুর্যোগে আহত হয়েছেন অন্তত ৭১৫ জন। তাদের মধ্যে ২৩৯ জন শিশু, ২০৪ জন নারী এবং ২৭২ জন পুরুষ রয়েছেন।
মৃত্যুর বেশিরভাগ ঘটনা ঘটেছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে। এর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হলো উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশ।
এনডিএমএ আরও জানিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ হাজার ৬৭৬টি ঘরবাড়ি, যার মধ্যে ৫৬২টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া মারা গেছে অন্তত ৪২৮টি গবাদি পশু।
এদিকে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, সোমবার (৪ আগস্ট) থেকে পাঞ্জাব, কেপি এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে নতুন করে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে। ফলে সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্য উদ্ধারকারী সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।