অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তার ঘোষণা বিএনপির

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডস্থল রূপনগরের শিয়ালবাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
এসময় রুহুল কবির রিজভী বলেন, “মর্মান্তিক এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিএনপির পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। এ সহায়তা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক নিজে প্রদান করবেন।”
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে বিএনপি আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত শিল্প স্থাপন ও সমন্বয়হীনতার অবসানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় চারতলা একটি ভবনের ‘আর এন ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানা এবং পাশের শাহ আলমের রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো ভবন অগ্নিদগ্ধ হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয়রা অভিযোগ করেন, আবাসিক এলাকায় অননুমোদিত কারখানা ও রাসায়নিক গুদামই এমন দুর্ঘটনার মূল কারণ। আগুন লাগার পর ধোঁয়ার কারণে অনেকেই বের হতে পারেননি।
এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকাজুড়ে। নিহতদের পরিবারগুলোর এই কঠিন সময়ে আর্থিক সহায়তার মাধ্যমে কিছুটা হলেও সান্ত্বনা দিতে চায় বিএনপি – এমনটাই জানান রিজভী আহমেদ।