বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:২২, ১৫ অক্টোবর ২০২৫

ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান শিক্ষকদের, যান চলাচল বন্ধ

ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান শিক্ষকদের, যান চলাচল বন্ধ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পুলিশের বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

 

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে “শাহবাগ ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে তারা রওনা হন দুপুর ১টা ৪০ মিনিটে। শিক্ষকদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড।

 

জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে এসে জড়ো হন এবং সেখানে স্লোগান দিতে থাকেন।

 

এর ফলে শাহবাগ, টিএসসি, বাংলামোটর, মৎস্য ভবনসহ আশপাশের এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে দেখা গেছে।

 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। এরপর থেকেই সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে রয়েছেন।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট প্রজ্ঞাপন ও জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

সর্বশেষ

জনপ্রিয়