বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৪৩, ১৫ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে গুরুতর অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর!

চাকসু নির্বাচনে গুরুতর অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালেই ভোটে অনিয়ম ও কারচুপির আশঙ্কা জানিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি (ভাইস প্রেসিডেন্ট) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্র থেকে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি প্রশাসনের বিরুদ্ধে অমোচনীয় কালি মুছে যাওয়াসহ বেশকিছু ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ তোলেন।

এসময় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার করা হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, ভোট দেওয়ার পর ৫ মিনিটের মধ্যেই সেই কালি মুছে যাচ্ছে। এমনকি কোনো চেষ্টাও না করেই এটি মুছে যাচ্ছে। এতে করে একজন ভোটার একাধিকবার ভোট দিতে পারে—যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে।”

তিনি আরও বলেন, “আইটি ভবনের একটি কক্ষে বেশকিছু ব্যালটে কোনো স্বাক্ষর ছিল না। যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক অনিয়ম।” ভোটার শনাক্তের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন এই ভিপি প্রার্থী। তার অভিযোগ, “ছবি দেখে ভোটার শনাক্ত করার কথা বলা হলেও সেটি কার্যকরভাবে হচ্ছে না। যেমন আমার মুখে এখন দাঁড়ি আছে, অথচ তালিকার ছবিতে নেই। তাহলে ২৮ হাজার ভোটারকে সঠিকভাবে শনাক্ত করা কতটা সম্ভব? প্রশাসন সহজ অথচ গুরুত্বপূর্ণ এই কাজেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।”

এদিকে আজ সকাল ৯টা থেকে চাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১টা পর্যন্ত চাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ। এই তথ্য দেন রিটার্নিং অফিসার অধ্যাপক মো. আল আমিন। অন্যদিকে নির্বাচন নিয়ে ছাত্রদল প্রার্থীর এমন অভিযোগে ভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছে সর্বমহলে। যদিও প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়