মেট্রোরেলের সময় ও ট্রিপ বাড়ছে কবে থেকে?

মেট্রো চালুর পর থেকেই রাজধানীবাসী যেনো স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। উত্তরা থেকে ব্যাংক পাড়া মতিঝিলে এসির হাওয়া খেতে খেতে ৩৩ মিটিটে নিমিষে চোখের পলকেই পৌছে যাওয়া যায়। এতো এতো স্বস্তির মাঝেও এতদিন বিরক্তির বিষয় ছিলো মেট্রো চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা কম হওয়ায়। এতে করে অফিস শুরু ও ছুটির সময় অনেকেই মেট্রোতে উঠতে পারতেন না অতিরিক্ত ভীড়ে। আর রাত ৯টা ৪০ এর পর পাওয়া যেতো না ট্রেন ফলে বাধ্য হয়ে রাতের জ্যাম ঠেলতে হতো মেট্রো লাভারদের। এবার মেট্রোর যাত্রীদের জন্য সুখবর আগামী রোববার ১৯ অক্টোবর থেকেই মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। এছাড়া নভেম্বরের মাঝামাঝি থেকে বাড়ানো হবে ট্রেনের ট্রিপসংখ্যাও।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্রে এসব তথ্য জানা গেছে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৬টা ৪০ মিনিটে। আগে যা ছিলো সকাল ৭টা ১০ মিনিটে। আর উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ৯টা ৩০ মিনিটে যা আগে ছিলো রাত ৯টায়।
এছাড়া মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৭টায়, আগে যা ছিলো সকাল সাড়ে ৭টায়। মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে যেটি উত্তরা পৌছাবে প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে। আগে যেটি ছেড়ে যেতো রাত ৯টা ৪০ মিটিটে।
এদিকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মেট্রো চলাচল করে বিকেল ৩টা থেকে। নতুন সময় অনুযায়ী যা চলবে বেলা আড়াইটা থেকে। আর সর্বশেষ ট্রেন পাওয়া যাবে রাত রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত, আগে যা ছিলো রাত ৯টা পর্যন্ত। ডিএমটিসিএল জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি থেকে মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানো হবে, যার ফলে দুই ট্রেনের মধ্যে বিরতির সময় কমপক্ষে দুই মিনিট কমে যাবে। এতে যাত্রীরা আরও দ্রুত ট্রেন পাবেন এবং চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
এই রুটে বর্তমানে রয়েছে ২৪ সেট ট্রেন, যার প্রত্যেকটিতে রয়েছে ৬টি করে কোচ। এখন প্রতিদিন ১২ সেট ট্রেন চালানো হয়। তবে সময় ও ট্রিপ বাড়ার সঙ্গে সঙ্গে ১৯ সেট ট্রেন সার্বক্ষণিকভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বিএমটিসিএল এর।এই পরিবর্তনের ফলে রাজধানীবাসীর যাতায়াতে সুবিধা আরও বাড়বে এবং সময় বাঁচবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।