বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ১৫ অক্টোবর ২০২৫

মাদাগাস্কারের প্রেসিডেন্ট ফেসবুক লাইভে এসে ভেঙে দিলেন সংসদ!

মাদাগাস্কারের প্রেসিডেন্ট ফেসবুক লাইভে এসে ভেঙে দিলেন সংসদ!

মাদাগাস্কারে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তাল আন্দোলন, সেনাসমর্থিত বিক্ষোভ ও অভ্যুত্থানচেষ্টার মুখে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তবে পালিয়ে গিয়েও থেমে থাকেননি এই ব্যক্তি! তিনি সরাসরি ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছেন, জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে!

১৪ অক্টোবর, সোমবার রাতে ফেইসবুক লাইভে তার দেওয়া ঘোষণার পরে দেশটির রেডিও ও টেলিভিশনেও সম্প্রচার করা হয় এটি, যা আরও এক দফা উত্তেজনা বাড়িয়ে দেয় গোটা দেশজুড়ে। লাইভে রাজোয়েলিনা বলেন, “দেশের শৃঙ্খলা ফেরাতে এবং গণতন্ত্র রক্ষায় আমি সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তবে তার এই ঘোষণা ঘিরে উঠেছে সাংবিধানিক প্রশ্ন। বিরোধীদলীয় নেতা সিটেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো সরাসরি বলেছেন, এই সিদ্ধান্ত সংবিধানবিরোধী এবং প্রেসিডেন্টের এ ধরনের কোনো ক্ষমতা নেই। রাজোয়েলিনা অভিযোগ করেন, সেনাবাহিনীর একটি অংশ এবং কিছু রাজনীতিক মিলে তাকে হত্যার ষড়যন্ত্র করছিল।
তিনি বলেন, “২৫ সেপ্টেম্বর থেকেই আমার প্রাণনাশের চেষ্টা চলছে। আমি এখন এক নিরাপদ স্থানে আছি।”

এই নিরাপদ স্থানই হলো ফ্রান্স। জানা গেছে, রোববার একটি ফরাসি সামরিক বিমানে তিনি দেশ ত্যাগ করেন। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার বৈঠক হয়। রাজনৈতিক এই টানাপোড়েনের শুরু মূলত বিদ্যুৎ ও পানির ভয়াবহ সংকট থেকে। ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া জনবিক্ষোভে যোগ দেয় শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও গণআন্দোলনের মুখ হয়ে ওঠা জেন জি (Gen Z) প্রজন্মের আন্দোলনকারীরা।

এই সময় দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং ব্যর্থতা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। তবে, সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিলে এই আন্দোলন আরও বেগবান হয়ে পড়ে। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হোন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা।

সর্বশেষ

জনপ্রিয়