যার উষ্ণতার কাছে হার মানেন বলিউড অভিনেত্রীরাও!

বলিউডের আলো ঝলমলে দুনিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন নাম উঠে আসে। তবে সোশ্যাল মিডিয়ার কারণে যাদের খ্যাতি চোখের পলকেই আকাশ ছুঁয়েছে, তাদের মধ্যে অন্যতম সোফিয়া আনসারি। বর্তমানে তিনি তরুণ প্রজন্মের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সৌন্দর্য, স্টাইল আর উষ্ণতায় বলিউডের অনেক অভিনেত্রীকেও ছাপিয়ে যাচ্ছেন এই মডেল।
ইনস্টাগ্রামে সোফিয়ার ফলোয়ার সংখ্যা দেড় কোটিরও বেশি। প্রতিটি পোস্টে যেন নতুন করে তৈরি হয় আলোচনার ঝড়। খোলা চুলে, স্বল্প পোশাকে কিংবা চোখের গভীর চাউনিতে সোফিয়া মুহূর্তেই ভক্তদের মন কাড়েন। বিশেষ করে ছোট পোশাকে তার নাচের ভিডিও তরুণ ভক্তদের কাছে একেবারেই অপ্রতিরোধ্য। এ কারণেই ফলোয়ারে টেক্কা দিতে হচ্ছে বলিউডের নামিদামি তারকাদেরও।
শুধু পুরুষ ভক্তরাই নন, অনেক নারীও তার সাহসী লুক এবং স্টাইল দেখে অনুপ্রাণিত হন। যদিও নিন্দুকদের দাবি, সোফিয়ার জনপ্রিয়তার পেছনে একমাত্র কারণ তার অর্ধ অনাবৃত শরীর। তবে ভক্তদের কাছে তিনি রূপ, স্টাইল আর আত্মবিশ্বাসের প্রতীক।
গুজরাতের মেয়ে সোফিয়ার জীবনপথ ছিল সংগ্রামময়। ১৮ বছর বয়সের আগেই তিনি ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়েন। দীর্ঘ এক দশক কাটিয়েছেন পশ্চিমবঙ্গে। ছোটখাটো ইউটিউব ভিডিও ও রিল বানাতেই শুরু হয়েছিল তার যাত্রা। ২০১৩ সালে নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন তিনি।
তারপরের গল্পটা যেন সিনেমার মতো। ২০১৭ সালে দিলজিৎ দোসাঞ্জের গাওয়া জনপ্রিয় গান ‘ইক কুড়ি’–তে ভিডিও বানিয়ে ভাইরাল হন সোফিয়া। এরপর ২০২০ সালে ‘এম এক্স টকাটক’ শোতে একটি গানের দৃশ্যে ব্যাপক আলোচনায় আসেন। সেই থেকেই তার জনপ্রিয়তা কয়েকগুণ বেড়ে যায়।