প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার ঢাকায় আসছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ সুখবর দেন। এতে তিনি বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।”
ঢাকায় এটাই হানিয়া আমিরের প্রথম সফর। জানা গেছে, সানসিল্ক বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বিভিন্ন প্রচারণা ও আয়োজনে অংশ নেবেন তিনি। তবে তার সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সৌন্দর্য ও প্রাণবন্ত অভিনয়ের জন্য সীমান্ত ছাড়িয়ে দক্ষিণ এশিয়াজুড়ে ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হানিয়া। ঢাকায় তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশের ভক্তরা অপেক্ষায় আছেন, কবে কাছ থেকে প্রিয় তারকাকে দেখার সুযোগ পাবেন।
হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গিয়েছিল ২৭ জুন মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি ছবি ‘সর্দারজি ৩’-এ। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তার জুটি দর্শকের নজর কাড়লেও, পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি শিল্পীদের বয়কটের ডাক ওঠায় ছবিটি ভারতে মুক্তি পায়নি। তবে বিশ্বব্যাপী এটি মুক্তি পেয়েছিল। ছবিতে আরও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা।