’আই লাভ মুহাম্মদ’ বলা ব্যক্তিদের ওপর কেন চড়াও হচ্ছে মোদি সরকার?

‘আমি মুহাম্মদকে ভালোবাসি’ অর্থাৎ আমাদের রাসূল (সা.) এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করা হয় কথাটি বলে। আর এটি বলাও যেন এখন অপরাধ! এমনই এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি ভারতের লাখো মুসলমান। দেশটির কট্টোর ইসলামি বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি শাসিত রাজ্যগুলোতে, বিশেষ করে উত্তর প্রদেশে, মুসলিম সম্প্রদায়ের তরুণরা শুধুমাত্র ‘আই লাভ মুহাম্মদ’ লেখা টি-শার্ট পরার জন্য আর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জন্য গ্রেফতার হচ্ছেন প্রতিনিয়ত।
গত সেপ্টেম্বর মাসে উত্তর প্রদেশের কানপুরে নবীজির জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি পোস্টার টানানো হয়, তাতে লেখা ছিল—‘আই লাভ মুহাম্মদ’। এটিকে ঘিরেই তৈরি হয় বিতর্কের ঝড়। অভিযোগ তোলে স্থানীয় কিছু হিন্দু গোষ্ঠী, যারা দাবি করে, ধর্মীয় উৎসবে নতুন কোনো উপকরণ যোগ করা নাকি নিয়মবহির্ভূত।
এরপর থেকেই শুরু হয় ধরপাকড়। মুসলিমদের বিরুদ্ধে দায়ের করা হয় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। শুধু কানপুরেই নয়—বেরেলি, গুজরাট, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ডসহ প্রায় সব বিজেপি-শাসিত রাজ্যেই শুরু হয় একই অভিযানে মুসলিম যুবকদের গ্রেফতার এবং তাদের ঘরবাড়ি ভেঙে ফেলার প্রবণতা।
আন্তর্জাতিক গণমাধ্যমের দেওয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত এই ঘটনায় ২২টি মামলায় আড়াই হাজার জনেরও বেশি মুসলমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অন্তত ৪০ জনকে। এদিকে বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, 'আই লাভ মুহাম্মদ' কোনোভাবেই ভারতের সংবিধানবিরোধী নয়। দেশটির সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের অধিকার রয়েছে। এমনকি ১৯(১)(ক) ধারায় স্পষ্ট বলা হয়েছে—প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে, যতক্ষণ না তা সরাসরি সহিংসতা উসকে দেয়।
অন্যদিকে বিজেপি নেতারা এখানেই থেমে থাকেননি। মোদির নিজ নির্বাচনি এলাকা বারাণসীতে তারা ‘আই লাভ বুলডোজার’ লেখা পোস্টার টানিয়েছেন, যেন মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজকে রীতিমতো উদযাপন করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে "ঘৃণার রাজনীতি"র একটি বিপজ্জনক ও সুপরিকল্পিত রূপ বলেই মনে করছেন।
‘আই লাভ মুহাম্মদ’ ইস্যুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তরুণ মুসলিমরা। কেউ শুধু একটি পোস্ট শেয়ার করেছেন, কেউ একটি স্লোগান দেওয়া টি-শার্ট পরেছেন—আর এতেই রাতারাতি হয়ে গেছেন অভিযুক্ত। অনেকেই বলছেন, এটা শুধু ধর্মীয় ইস্যু নয়, বরং রাজনীতির একটি চতুর খেলা কট্টোর ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদির জন্য।