বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ১৪ অক্টোবর ২০২৫

রাতে আরও কয়েক জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

রাতে আরও কয়েক জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের আরও কয়েকজন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কাজ করছে। তাদের মরদেহ আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে হস্তান্তর করা হতে পারে।

কাতারি সংবাদমাধ্যম আল-আরাবি জানিয়েছে, আজ রাতের দিকে কয়েকটি মরদেহ ইসরায়েলে পাঠানো হতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, তারা ধারণা করছেন ‘কয়েকটি মরদেহ ফেরত দেওয়া হবে।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, গতকাল সোমবার ২০ জীবিত জিম্মিকে মুক্তি ও চার মৃত জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। তাদের কাছে এখনো ২৪ জনের মরদেহ রয়ে গেছে।

যুদ্ধবিরতির আগেই হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে জানায়, তারা কিছু জিম্মির মরদেহের সন্ধান হারিয়ে ফেলেছে। এর কারণ হিসেবে তারা বলেছে, জিম্মিদের কবরের ব্যাপারে যারা জানতেন তাদের হত্যা করা হয়েছে। অথবা হামলার কারণে ওই স্থানের চিহ্ন হারিয়ে গেছে।

এসব জিম্মির মরদেহ খুঁজে পেতে বেশ কয়েকদিন সময় লাগবে। এমনকি ৭ থেকে ৯ জিম্মির মরদেহের সন্ধান আর কখনো পাওয়া যাবে না বলেও ধারণা করা হচ্ছে।

তবে এসব মরদেহ খুঁজে বের করতে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ কয়েকটি দেশের প্রতিনিধি নিয়ে একটি দল গঠনা করা হবে। গাজার যেখানে মরদেহগুলো থাকতে পারে তারা সেখানে অনুসন্ধান চালাবেন।

২৮ মৃতদেহের বদলে গতকাল মাত্র চারটি মরদেহ ফেরত দেওয়ায় দখলদার ইসরায়েল গাজা-মিসর সীমান্তের রাফা ক্রসিং বন্ধ রাখা এবং ত্রাণ সরবরাহ কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যদি হামাস জিম্মিদের মরদেহ ফেরত না দেয় তাহলে সীমান্ত ক্রসিং বন্ধ রাখা এবং ত্রাণ কম পরিমাণে প্রবেশের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যেই জানা গেলো আরও কয়েকজন জিম্মির মরদেহ ফেরত দিতে যাচ্ছে হামাস।

সর্বশেষ

জনপ্রিয়