বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৪৭, ১৪ অক্টোবর ২০২৫

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ২৩ পাক সেনা ও ২০০ তালেবান যোদ্ধা নিহত!

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ২৩ পাক সেনা ও ২০০ তালেবান যোদ্ধা নিহত!

আফগানিস্তান সীমান্তে বড় ধরনের সামরিক অভিযানে ২০০ জনেরও বেশি তালেবান ও তাদের মিত্র যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এই সংঘর্ষে পাকিস্তানি সেনাবাহিনীরও ২৩ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন।

পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে জানায়, আফগান সীমান্ত ঘেঁষা এলাকায় সন্ত্রাসী তৎপরতা ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে। তালেবান যোদ্ধারা পাকিস্তান সীমান্তে অস্থিরতা ছড়াতে হামলা চালায়, তবে সেনাবাহিনী তা "সময়োপযোগী ও দৃঢ় প্রতিরোধের মাধ্যমে প্রতিহত করেছে" বলে দাবি করা হয়।

পাকিস্তানি সেনাবাহিনী একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, আফগান ভূখণ্ডের ভেতরে থাকা ২১টি তালেবান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে একাধিক ক্যাম্প ও প্রশিক্ষণকেন্দ্র। অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় তালেবান গোষ্ঠীর, নিহত হন ২০০ জনের বেশি যোদ্ধা। তবে সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করে অত্যন্ত সতর্কভাবে এ অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে তালেবান সরকারকে হুঁশিয়ার করে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যদি আশ্রয় দেওয়া বন্ধ না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের পাল্টা হামলা চালানো হবে। পাকিস্তানি আইএসপিআর-এর দাবি, এই হামলা ছিল "তালেবান সরকার ও ভারতের যোগসাজশে পরিকল্পিত উসকানি"। তাদের বক্তব্য, “যখন এই হামলা হয়, তখন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতের সফরে ছিলেন, বিষয়টি নিছক কাকতালীয় নয়।”

পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “পাকিস্তান শান্তি চায়, তবে সন্ত্রাসবাদ বরদাশত করবে না। আফগানিস্তান যেন আর কোনোভাবে জঙ্গিদের আশ্রয় না দেয়, সেই দাবি জানানো হয়েছে কাবুল প্রশাসনের কাছে।”

সর্বশেষ

জনপ্রিয়