বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

স্পোর্টস রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৫, ৬ অক্টোবর ২০২৫

হংকংয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ ঘিরে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী!

হংকংয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ ঘিরে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী!

ঢাকা পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশ দলের তারকা ডিফেন্ডার হামজা চৌধুরী। তবে সাংবাদিকদের সামনে আসেননি তিনি। বিমানবন্দর থেকে সরাসরি বাফুফের গাড়িতে করে দুপুর ১২টার দিকে চলে যান টিম হোটেলে। পরে এক ভিডিওবার্তায় সমর্থকদের মাঠে আসার আহ্বান জানান এই লেস্টার সিটি তারকা।

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। আর এই ম্যাচেই লাল-সবুজ জার্সিতে চতুর্থবার মাঠে নামবেন হামজা।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, “আসসালামু আলাইকুম। ভালো জার্নি করে আসছি। ইনশাআল্লাহ আমরা সাক্সেসফুল হবো। ৯ তারিখ আমরা হংকংয়ের বিপক্ষে খেলতে নামব। সবাই আমাদের সাপোর্ট দেবেন।” দর্শকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে হামজা বলেছেন, মাঠে এসে সমর্থন করলে দল উজ্জীবিত হবে, আর এই ম্যাচেই দেশের ফুটবলে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, বিশ্রামের পর বিকালেই অনুশীলনে যোগ দেবেন হামজা চৌধুরী। তবে এখনো দলে যোগ দেননি আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম। তার আসার কথা রয়েছে আগামীকাল।

এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের অবস্থা বেশ নাজুক। ঘরের মাঠে তিন ম্যাচের টার্গেট নিয়ে নামলেও সিঙ্গাপুরের কাছে হেরে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে জামাল-সুযোগরা। দুই ম্যাচে হারিয়েছে পাঁচ পয়েন্ট। ফলে বাছাইপর্বে টিকে থাকার ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।

সর্বশেষ

জনপ্রিয়